Bangla Songs [Lyrics]


Title : Amar Sonar Bangla
Singer:   Pramita Mallick,   Baikali 👨‍👨‍👧👨‍👨‍👦‍👦                                                        
আমার সোণর বাংলা
আমি তোমায় ভাল বাসি
চির দিন তোমার আকাশ
চির দিন তোমার আকাশ
তোমার বাতাস আমার প্রাণে
ও মা আমার প্রাণে, বাজায় বাশি
সোণার বাংলা
আমি তোমায় ভাল বাসি
অ মা ফাগুনে তোর আমের বনে
ঘারনে পাগল করে,
মরি হায়, হায় রে

অ মা ফাগুনে তোর আমের বনে
ঘারনে পাগল করে,
অ' মা অঘরাণে তোর
 ভরা খেতে কি দেখেছি
আমি কি দেখেচি,মধুর হাঁচি
সোণার বাংলা
আমি তোমায় ভাল বাসি!
কি শোভা কি ছায়া গো
কি সেনেহ কি মায়া গো
কি আচল বিছায়েছ                        
বটের মূলে,নদীর, কূলে কূলে
মা তোর মূখের বাণী,
আমার কাণে লাগে
সোধার মতো, মরি হায়, হায় রে
মা তোর মূখের বাণী,
আমার কাণে লাগে
সোধার মতো, মরি হায়, হায় রে

মা তোর বদন খানি
মলিন হলে আমি নয়ন                      
ও মা আমি নয়ন জলে ভাসি,
সোণার বাংলা,আমি তোমায় ভাল বাসি


No comments:

Post a Comment